Today October 22, 2025, 04:49 PM

৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা প্রবীণদের জীবনের অর্জন, অভিজ্ঞতা ও ত্যাগ

admin
Published October 22, 2025, 04:49 PM
৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা প্রবীণদের জীবনের অর্জন, অভিজ্ঞতা ও ত্যাগ

ডেস্ক নিউজঃ
নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ
——— জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, প্রবীণ ব্যক্তিরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার ও প্রজন্মের পথপ্রদর্শক। তাঁদের জীবনের অর্জন, অভিজ্ঞতা ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ। প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও যত্ন শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি মানবিকতার অংশ। সরকার ও সমাজের প্রত্যেক স্তরে প্রবীণবান্ধব পরিবেশ তৈরি করতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও মানসিক সান্ত্বনা নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।”
তিনি আরও বলেন, একসময় এই প্রবীণরাই দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ তাঁদের পাশে দাঁড়ানো মানে নিজেদের ভবিষ্যৎকে সম্মান জানানো। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি পর্যায়ে প্রবীণদের মর্যাদা রক্ষায় আমাদের আন্তরিক হতে হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উপলক্ষ্যে “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট জেলা ও বিভাগের সিনিয়র সহ সভাপতি কলামিস্ট, সাংবাদিক আফতাব চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পদ্মাসন সিংহ এর পরিচালনায় আলোচনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খুসবু রুবাইয়্যাৎ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক পূণ্যভূমি পত্রিকার সম্পাদক ও প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আবু তালেব মুরাদ।
বক্তব্য রাখেন সংঘের সাংগঠনিক সম্পাদক চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, ইরফানুজ্জামান চৌধুরী এডভোকেট, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান শামসু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল প্রমুখ।
এর আগে সকাল ৯টায় চৌহাট্টস্থ শহীদ শামসুদ্দিন হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বিজ্ঞপ্তি