সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

বিশ্বনাথে খেলাফত মজলিসের প্রার্থী মুনতাছির আলীর সমর্থনে সভা

admin
প্রকাশিত November 3, 2025, 04:28 PM
বিশ্বনাথে খেলাফত মজলিসের প্রার্থী মুনতাছির আলীর সমর্থনে সভা

বিশ্বনাথে খেলাফত মজলিসের প্রার্থী মুনতাছির আলীর সমর্থনে সভা

ডেস্ক রিপোট

 

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাছির আলী বলেন, এক ফ্যাসিবাদের বিদায়ের পর, বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে, কিন্তু এদেশের জনগন নতুন করে আর কোন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দিবে না। সব ধরনের ফ্যাসিবাদী কার্যকলাপ প্রতিহত করতে আগামী সংসদ নির্বাচনে ঘড়ি মার্কায় ভোট দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীদের বিজয়ী করে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিতে আপনাদের সহযোগীতা ও দোয়া চাই। নির্বাচনে জয়ী হয়ে খেলাফত মজলিসের নেতৃত্বেই শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। আমরা চাই সকলের সহযোগীতা নিয়ে এদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। আগামী নির্বাচনে ঘড়ি মার্কার সমর্থনে সবাইকে ঐক্য হতে হবে। কারণ সমাজে ন্যায় প্রতিষ্ঠায় খেলাফত মজলিসের কোন বিকল্প নাই।

তিনি সম্প্রতি ওমান প্রবাসী জাহাঙ্গীর আলমের সহযোগীতায় সিলেটের বিশ্বনাথে উপজেলার আমতৈল মাখরগাঁও গ্রামে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মোহাম্মদ মুনতাছির আলীর সমর্থনে গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, সমাজে কিছু মানুষের সাথে পরিচয় হলে এবং অবস্থান পরিবর্তন হলে, ভালো হোক আর খারাপ হোক সেই সম্পর্ক আর থাকে না। কারও সাথে পরিচয় হলে তাকেঁ মনে রাখার মতো আগ্রহ ও সুসম্পর্ক যদি কোন মানুষের মধ্যে থাকে, এটাই হবে রাজনৈতির সবচেয়ে বড় শিক্ষা। আর এরকম সমাজ প্রতিষ্টায় কাজ করছে খেলাফত মজলিস।

মাখরগাঁও গ্রামের জামে মজজিদ সংলগ্ন মাঠে প্রবীন মুরব্বী মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা খেলাফত মজলিসের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হক, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, খেলাফত মজলিসের দ্বায়ীত্বশীল মাওলানা জাবেদ আহমদ।

এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।