সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

সিলেটে যুবদল নেতা এনাম চিশতী গ্রে ফ তা র

admin
প্রকাশিত November 3, 2025, 11:49 AM
সিলেটে যুবদল নেতা এনাম চিশতী গ্রে ফ তা র

সিলেটে যুবদল নেতা এনাম চিশতী গ্রে ফ তা র

ডেস্ক রিপোট

জকিগঞ্জে মাদক মামলায় যুবদল নেতা খাজা এনামুল হাসান চিশতী (৪৩)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের বাসিন্দা এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় যুবদল নেতা হিসেবে পরিচিত। তার পিতা মৃত নূর আহমদ চিশতী ও মাতা নূরুননাহার চিশতী।

 

পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ সার্কেল অফিসারের নেতৃত্বে গতকাল গভীর রাতে পরিচালিত অভিযানে এনাম চিশতীকে তার বাসার পাশে একটি অফিস থেকে গ্রেফতার করা হয়।

 

পূর্বে দায়েরকৃত একটি মাদক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

 

 

সিলেটভিউ২৪ডটকম