সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

দলীয় শৃ ঙ্খ লা ভ ঙ্গে যে নি র্দে শ না দিল সিলেট জাসাস

admin
প্রকাশিত November 3, 2025, 11:38 AM
দলীয় শৃ ঙ্খ লা ভ ঙ্গে যে নি র্দে শ না দিল সিলেট জাসাস

দলীয় শৃ ঙ্খ লা ভ ঙ্গে যে নি র্দে শ না দিল সিলেট জাসাস

ডেস্ক রিপোট

সম্প্রতি সিলেট জেলা জাসাসের কিছু নেতাকর্মীর সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী আচরণ ও একই দলের প্রার্থীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ উঠেছে। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে সংগঠন কঠোর অবস্থান নিয়েছে।

 

সোমবার (৩ নভেম্বর) বেলা ২টার দিকে সিলেট জেলা জাসাসের ফেসবুক পেইজে এক বিবৃতি প্রকাশ করেন।

 

জেলা জাসাসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের সংগঠনের কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী আচরণ করছেন এবং একই দলের অন্য প্রার্থীর বিরুদ্ধে অশালীন মন্তব্য/স্ট্যাটাস দিচ্ছেন। এধরনের বক্তব্য ও আচরণ শুধু ব্যক্তিগত শিষ্টাচারবিরোধী নয় বরং সংগঠনের ভাবমূর্তি ও ঐক্য বিনষ্ট করে।

 

সিলেট জেলা জাসাস দৃঢ়ভাবে জানাচ্ছে যে, দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে অথবা অপর প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, মন্তব্য কিংবা উস্কানিমূলক কোন পোস্ট/শেয়ার/মন্তব্য করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

 

জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান বলেন, ‘দলের স্বার্থ সবার উপরে। ভদ্রতা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। ফেসবুকসহ যেকোনো মাধ্যমে বিভ্রান্তিকর বা উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

 

শেষে সংগঠনের পক্ষ থেকে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দলীয় ঐক্য, সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল আচরণ করুন এবং সংগঠনের নীতিমালা মেনে চলুন।