সিলেটে দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত
সিলেটে দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত
admin
প্রকাশিত November 3, 2025, 11:33 AM
সিলেটে দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
দুদক সংস্কার ও আইন-শৃঙ্খলার চরম অবনতির বিষয় নিয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের স্থায়ী কমিটির এক সভা রবিবার সন্ধ্যা ৬ টায় সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ ৩য় তলা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ ছিলো যৌক্তিক সংস্কার, স্বাধীন দুদক ও স্থিতিশীল বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। গত ১৫ মাসে দৃশ্যমান কোন অগ্রগতি নেই। বিশেষ করে জনগণের জানমাল, ইজ্জত, আভ্রু ও বিচার বহির্ভূত হত্যাকান্ড কমানো তো দূরের কথা, উল্টো বৃদ্ধি পাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই-আগস্টের হত্যাকান্ড সহ গুম ও অন্যান্য গুরুত্বর মানবাধিকার সংঘনের অভিযোগ গুলোর বিচার প্রক্রিয়া ও তদন্ত শুরু করেছে। নিশ্চিত ভাবে ন্যায় বিচারের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ অগ্রগতি।
সম্প্রতি মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে ১৪ মাসে ৪০ জন বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন। গুলিতে মরেছেন ১৯ জন, নির্যাতনে মারা গেছেন ১৪, পিটিয়ে হত্যা করা হয়েছে ৭ জনকে। গত ৩ মাসে যে ১১ জন বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন সেখানে পুলিশ, যৌথ বাহিনী ও সেনাবাহিনী জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। মব সহিংসতায় ১৫৩ জন, রাজনৈতিক সহিসংসতায় ২৮১ জন নিহত হয়েছেন। এর বাইরের চিত্র দেশবাসী অবগত আছেন। সিলেট নগরীতেও ঘটেছে এমন সব লুমহর্ষক ঘটনা। এতে সিলেটবাসী উদ্বিগ্ন। এই চিত্র অন্তর্বর্তী সরকারের দুর্বলতা ও আইন-শৃঙ্খলা ব্যবস্থার ভঙ্গুরতারই প্রতিচ্ছবি।
সভায় বলা হয় স্বাধীন দুদক নির্মাণে মন্ত্রী পরিষদ থেকে দুদক কমিশনার নিয়োগ দেশবাসী মানে না। এই নিয়োগের ফলে দুদক সরকারের আজ্ঞাবহ থাকতে বাধ্য হয়।
সভায় জাতীয় নির্বাচনকে অংশগ্রহনমূলক, গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ করার লক্ষ্যে যা যা করার দরকার তা করার জোর দাবী জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, মামুনুর রশীদ এডভোকেট ও ডাঃ অরুণ কুমার দেবকে স্থায়ী কমিটিতে কোঅপ্ট করা হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশে ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশীদ এডভোকেট ও ডাঃ অরুণ কুমার দেব প্রমুখ।