সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

কদমতলী থেকে গ্রে প্তা র মালেক

admin
প্রকাশিত October 31, 2025, 01:03 PM
কদমতলী থেকে গ্রে প্তা র মালেক

কদমতলী থেকে গ্রে প্তা র মালেক

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী থেকে আব্দুল মালেক (৪৫) নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

মালেক সুনামগঞ্জের জামালগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত রমিজ মিয়া ও জয়বানুর ছেলে এবং একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৩০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।

 

তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কদমতলিস্ত হোটের তৌফিকের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানাপুলিশ।

 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ২১/৩১/১০/২৫) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন সাইফুল।