সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

নবীগঞ্জের ২ খাদ্য প্রতিষ্ঠানকে জ*রি*মা*না

admin
প্রকাশিত November 4, 2025, 12:42 PM
নবীগঞ্জের ২ খাদ্য প্রতিষ্ঠানকে জ*রি*মা*না

নবীগঞ্জের ২ খাদ্য প্রতিষ্ঠানকে জ*রি*মা*না

নিজস্ব প্রতিবেদক

 

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে দুই খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে দেবপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

 

জানা যায়, বেশ কয়েকটি খাদ্য প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় দেখা যায়, অনেক পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণতার তারিখ নেই। এছাড়া মেয়াদোত্তীর্ণ তেল, ডালডা ও ক্রিম ব্যবহারসহ ক্ষতিকর অ্যামোনিয়াম ও ‘ডেওমাটি’ নামের নিষিদ্ধ ফুড কালার ব্যবহারের প্রমাণ মেলে।

 

এ ধরনের অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী দেবপাড়া বাজারের মোহাম্মদীয়া ফুড কে ৪০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারি কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’