সোমবার (৩ নভেম্বর) ঢাকায় এক সংবাদ সম্মেলনে আগামী সংসদ নির্বাচনে ২৩৮টি আসনে দলটির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তাহসিনা রুশদির লুনা সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী।
ইলিয়াস আলী নিখোঁজের পর থেকেই তিনি রাজনীতির মাঠে সক্রিয়। এ আসনে তার মনোনয়ন অনেকটা নিশ্চিত বলে ধারণা ছিল কর্মী সমর্থকদের।
তবে সম্প্রতি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ আসনে নিজে মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষণা করলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।
পরে বিএনপি হুমায়ুনকে যুগ্ম মহাসচিব পদেপদায়ন করলে আবারও লুনার মনোনয়ন নিশ্চিত বলে ধরে নেওয়া হয়।