সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

সিলেটে অ*নৈ*তিক কাজ: সি*ল*গালা ৬ হোটেল, আ*ট*ক ১৯

admin
প্রকাশিত November 3, 2025, 11:29 AM
সিলেটে অ*নৈ*তিক কাজ: সি*ল*গালা ৬ হোটেল, আ*ট*ক ১৯

সিলেটে অ*নৈ*তিক কাজ: সি*ল*গালা ৬ হোটেল, আ*ট*ক ১৯

ডেস্ক রিপোট

 

সিলেটের আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কাজের অভিযোগ অনেক পুরানো। কিছু কিছু হোটেলের মূল পূঁজিই এই অনৈতিক বাণিজ্য। এগুলো মিনি পতিতালয় হিসাবে পরিচিত।

 

এই অনৈতিক কাজের বিরুদ্ধে সোচ্চার সিলেট মহানগর পুলিশ। আগে প্রায়ই অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করে আদালতে চালান দেওয়া হতো। আর সেখান থেকে জামিনে বেরিয়ে এসে আবার তারা ফিরে যান নিজের পেশায়।

 

তবে গত অক্টোবর মাস থেকে এ ব্যাপারে আরও কঠোর অবস্থানে মহানগর পুলিশ। তারা অনৈতিক কাজের অভিযোগে যেসব হোটেল থেকে নারী-পুরুষ আটক করছে, ওই হোটেলগুলোকে সিলগালা করে দিচ্ছে।

 

অক্টোবরে সিলেটে তেমন সিলাগালা করা আবাসিক হোটেলের সংখ্যা ৬টি। এগুলো নগরীর বিভিন্ন থানা এলাকায় অবস্থিত হলেও অধিকাংশেরই অবস্থান কোতোয়ালী মডেল থানা এলাকায়।

 

হোটেল সিলগালা করার পাশাপাশি আটক করা হয়েছে মোট ১৯ জন নারী ও পুরুষকে।

 

এ ব্যাপারে আগামীতেও পুলিশের অবস্থান আরও কঠোর হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।