Today October 31, 2025, 05:19 AM

কুরআনের প্রোগ্রামে হা ম লা করে কেউ টিকতে পারেনি, সামনেও পারবে না: শিবির সভাপতি

admin
Published October 31, 2025, 05:19 AM
কুরআনের প্রোগ্রামে হা ম লা করে কেউ টিকতে পারেনি, সামনেও পারবে না: শিবির সভাপতি

Manual1 Ad Code

কুরআনের প্রোগ্রামে হা ম লা করে কেউ টিকতে পারেনি, সামনেও পারবে না: শিবির সভাপতি

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজিত ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালীর এক মসজিদে কুরআনের দারসে শিবির কর্মীদের ওপর হামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডেস্ক রিপোট

Manual8 Ad Code

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “কুরআনের পোগ্রামে হামলা করে কেউ টিকতে পারেনি, সামনেও পারবে না। শুধুমাত্র নোয়াখালীতে হামলা না, বরং বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে এমন কোনো জায়গা থাকবে না যেখানে এ ধরনের কোনো হামলা কেউ করবে, ইনশাআল্লাহ।”

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজিত ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালীর এক মসজিদে কুরআনের দারসে শিবির কর্মীদের ওপর হামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “আমরা ইতিহাস পড়ি, ইতিহাস নিয়ে গবেষণা করি, গবেষক হয়ে কিন্তু দিনশেষে ইতিহাস থেকে শিক্ষা আমরা নেই না। ওর মতো একই কাজগুলো অতীতে যারা করেছে ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক একই কাজ যখন আমি করব, তাহলে আমারও ধ্বংস অনিবার্য। আমরা খুব ধীরস্থিরভাবে, সুচিন্তিত ও নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেকটা ইস্যুকে ডিল করার জন্য চেষ্টা করি। এ সমাজ ও রাষ্ট্রের বাস্তবতাকে উপলব্ধি করার জন্য চেষ্টা করি এবং আমাদের সবকিছু শুধুমাত্র একদিনের জন্য না।”

Manual8 Ad Code

ছাত্রশিবিরের উদ্দেশ্য নিয়ে বলেন, “চমক লাগানো কোনো একটা জিনিস আমরা দেখিয়ে দিলাম, এর মধ্য দিয়ে জয় করে নিলাম, শেষ করে নিলাম এটা ছাত্রশিবিরের পলিসি না। আমাদের পলিসি অনেক সুদূরপ্রসারী। আমাদের পলিসি এই পৃথিবীতে যতদিন মানুষ টিকে থাকবে, আসমান-জমিন থাকবে, ঠিক তত দিন পর্যন্ত আমাদের পলিসি। আল্লাহ আমাদের সাহায্যকারী এবং সে আলোকেই আমরা একটি আমূল পরিবর্তনের দিকে যাবো।”

ইবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরণে নবীন শিক্ষার্থীদের ফুল, অর্থসহ কুরআন, নোটপ্যাড, চাবির রিং, বুকলেট, পরিচিতি, ছাত্রদের টি-শার্ট ও ছাত্রীদের হিজাব এবং অমুসলিম শিক্ষার্থীদের ডায়েরি, বই, কলমসহ অন্যান্য উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।

অনুষ্ঠানে ইবি শিবির সভাপতি মু. মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক ও সাবেক শাখা সভাপতি এইচ এম আবু মুসা, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মোঃ আব্দুল মান্নান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফিজুর রহমান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, প্রেস প্রশাসক ড. মফিজুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল করিম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও এছাড়া ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মামুন আল রশীদ।

Manual7 Ad Code