Today October 31, 2025, 05:00 AM

ডাকসু নেতৃবৃন্দের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

admin
Published October 31, 2025, 05:00 AM
ডাকসু নেতৃবৃন্দের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

Manual2 Ad Code

ডাকসু নেতৃবৃন্দের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদল ডাকসু ভবনে পৌঁছালে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময়কালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন।

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

 

আজ ৩০ অক্টোবর, বৃহস্পতিবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদল ডাকসু ভবনে পৌঁছালে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময়ের সময় ডাকসুর পক্ষে উপস্থিত ছিলেন ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, কমনরুম রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ জাকারিয়া, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার, সমাজকল্যাণ সম্পাদক এবি জুবায়ের, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি, ডাকসুর কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার, উম্মে উসওয়াতুন রাফিয়া, আনাস ইবনে মুনির, রায়হান উদ্দীন ও হেমা চাকমা।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে ছিলেন ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্তিয়ান রিগার ব্রাউন এবং দূতাবাসের প্রেস উপদেষ্টা তৌহিদ ফিরোজ।

Manual1 Ad Code

 

মতবিনিময়কালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন।

Manual1 Ad Code

 

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর উদ্যোগে আগামীতে বাস্তবায়নের লক্ষ্যে বেশকিছু কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

উভয় পক্ষই এই ধরনের সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে আগ্রহ প্রকাশ করে।

 

Manual1 Ad Code

ছাত্র-জনতার অংশগ্রহণে জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতিতে তরুনদের প্রত্যাশা ও অংশগ্রহণ, জুলাই আগস্টে সংঘটিত গনহত্যার বিচার এবং জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতির বিষয়েও তারা আলোচনা করেন।

মতবিনিময় শেষে ডাকসু ভবনে প্রতিষ্ঠিত জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও প্রতিনিধিদল।