গতবার শাহজালাল (রহ.) মাজারের ৭০৫তম ওরসে শেখ হাসিনা তিনটি গরু উপহার দিয়েছিলেন
গতবার শাহজালাল (রহ.) মাজারের ৭০৫তম ওরসে শেখ হাসিনা তিনটি গরু উপহার দিয়েছিলেন
admin
প্রকাশিত April 24, 2025, 10:43 AM
সিলেট: হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৫তম বার্ষিক ওরস মোবারক উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তিনটি গরু উপহার দেওয়া হয়েছিল মাজার কর্তৃপক্ষকে।
২০২৪ সালের ২৭ মে বিকেল সাড়ে ৫টায় সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরান এই গরুগুলো মাজারের মোতাওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের হাতে হস্তান্তর করেন।
সেসময় কামরান জানান, “প্রতি বছর ওরসের সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরু উপহার দেওয়া হয় ভক্তদের খাবারের ব্যবস্থার জন্য। সিলেটের ধর্মীয় ও সাংস্কৃতিক আবেগের প্রতি তাঁর রয়েছে বিশেষ শ্রদ্ধা।”
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য সফরে থাকলেও ওরসের সকল কার্যক্রম সম্পর্কে অবগত ছিলেন এবং ভক্তদের কাছে দোয়া প্রার্থনা করেন।
এই সময় সিটি করপোরেশনের একাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন।
নোট: এই প্রতিবেদনটি গতবার অর্থাৎ ৭০৫তম ওরস উপলক্ষে দেওয়া উপহারের প্রসঙ্গ তুলে ধরছে। এবার পালিত হচ্ছে ৭০৬তম ওরস মোবারক।