সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

সাবাস এসএমপির পুলিশ কমিশনার : কালিঘাটে জ ব্দ ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ

admin
প্রকাশিত November 7, 2025, 04:31 PM
সাবাস এসএমপির পুলিশ কমিশনার : কালিঘাটে জ ব্দ ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ

সাবাস এসএমপির পুলিশ কমিশনার : কালিঘাটে জ ব্দ ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কালিঘাট থেকে অবৈধভাবে নিয়ে আসা ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে।

 

শুক্রবার (৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কালিঘাট আমজাদ আলী রোডের পেঁয়াজপট্টিতে অভিযান চালায়।

 

এসময় কয়েকজন লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রæত পালিয়ে যায়। পরে বিভিন্ন দোকানে তল্লাশী করে মোট ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয় যার বাজার মূল্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা।

 

এ ব্যাপারে পলাতক ও অজ্ঞাতনামাসহ মোট ১০/১১ জনকে আসামী করে কোতোয়ালী মাডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এডিসি সাইফুল।