সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

সিএনজি রাস্তা দ খ ল করে অ বৈ ধ ষ্টান্ড তুলতে জেলা প্রশাসক ব্যর্থ

admin
প্রকাশিত November 6, 2025, 04:50 PM
সিএনজি রাস্তা দ খ ল করে অ বৈ ধ ষ্টান্ড তুলতে জেলা প্রশাসক ব্যর্থ

সিভিল সোসাইটির সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

সিএনজি রাস্তা দ খ ল করে অ বৈ ধ ষ্টান্ড তুলতে জেলা প্রশাসক ব্যর্থ

 

ডেস্ক রিপোর্ট: সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম বলেছেন, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় সিলেটের পরীক্ষার্থীর সংখ্যা কমছে। এ অবস্থা চলতে থাকলে আগামী ৫ বছরে বিসিএস পরীক্ষায় সিলেটের প্রার্থীই খুঁজে পাওয়া যাবে না। তাই, সিলেটের শিক্ষার উন্নয়ন নিয়ে আমি হার্ডলাইনে (কঠোর অবস্থান) যেতে যাচ্ছি। আমি মনে করি, এ অঞ্চল থেকে যদি ৫শ’ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বের হয়, তারা যে আলো ছড়াবে-তা উন্নয়নের চেয়েও বেশি সুফল বয়ে আনবে।

 

বুধবার সিলেটের সিভিল সোসাইটির ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ মতবিনিময়ে সিলেটের বিভিন্ন সেক্টরের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

 

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ছেলেদের উপস্থিতি কম। তারা পরীক্ষায়ও খারাপ রেজাল্ট করছে। তবে, মেয়েরা তুলনামূলক ভালো ফলাফল করছে। তিনি বলেন, মাত্র আড়াই মাস হলো-তিনি এ জেলার জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন।

যোগদানের পর তিনি সাদা পাথরে শৃঙ্খলা আনার পাশাপাশি নগরীর হকার পুনর্বাসন, ব্যাটারি চালিত রিক্সা বন্ধের পদক্ষেপ নিয়েছেন। ক্বিনব্রিজ দিয়ে রিক্সা চলাচল রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ক্বিনব্রিজ ও ঐতিহাসিক আলী আমজদের ঘড়ি ঘর এলাকার পরিবেশ আরো সুন্দর করা হবে-যাতে পর্যটকরা সাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারেন।

জেলা প্রশাসক বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের জমি অধিগ্রহণের কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে। সিলেটের রেলযাত্রীদের সুবিধার্থে শিগগিরই আরো ১০টি বগি সংযোজন হবে। এয়ার টিকেটের ক্ষেত্রেও শৃঙ্খলা আনার পদক্ষেপ নেয়া হচ্ছে। পাথর ভাঙার জন্য আলাদা জোন করার পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি। নৌ পর্যটন বিকাশের লক্ষ্যে সাদা পাথর, বিছনাকান্দি ও জাফলংয়ের মধ্যে ইন্টার কানেকটিভিটি গড়ে তোলার পদক্ষেপ নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: ফজলুর রহিম কায়সার, শাবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ছালিকুর রহমান চৌধুরী, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা: এম এ সালাম ও ডা: জহিরুল হক অচিনপুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, দৈনিক জালালাবাদে যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, ফুলকলির ডিজিএম জসিম উদ্দিন, গণদাবি ফোরামের এডভোকেট আজাদুর রহমান আজাদ, ভাটেরিয়ান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।