ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন।’ ঢাকায় চীনের দূতাবাসে গতকাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। চীনা দূতাবাসের বার্তায় এ তথ্য জানানো হয়।
গতকাল দুপুরে চীনা দূতাবাসে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি। এ সময় তাঁরা চীন-বাংলাদেশ সম্পর্ক এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘চীনের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন পরিস্থিতিতে যোগাযোগ আরও বৃদ্ধি এবং সহযোগিতা গভীর করতে প্রস্তুত।’