সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

সিলেটে প-লাত-ক যুক্তরাজ্য যুবদল নেতা কা*রা*গা*রে

admin
প্রকাশিত November 5, 2025, 03:46 PM
সিলেটে প-লাত-ক যুক্তরাজ্য যুবদল নেতা কা*রা*গা*রে

সিলেটে প-লাত-ক যুক্তরাজ্য যুবদল নেতা কা*রা*গা*রে

ডেস্ক রিপোট

সিলেটে পূর্ববিরোধের জেরে প্রতিবেশীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা যুক্তরাজ্য যুবদল নেতা আনহার মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

 

বুধবার (৫ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার নকিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি নিজ বাড়ি থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিলেন বলে জানা গেছে।

 

গ্রেফতার আনহার মিয়া বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামের মৃত গয়াছ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

 

পুলিশ জানায়, বুধবার (৫ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামে নিজ বাড়ি থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিলেন যুক্তরাজ্য যুবদল নেতা আনহার মিয়া। এসময় নকিখালী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানার মামলা নং জিআর ১০৫/২৩–এর গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৩১ জুলাই বাদ-আছরের পর মৌলভীগাঁও জামে মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেনের ওপর আনহার মিয়া ও তার সহযোগীরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন এবং তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরবর্তীতে আহত আবুল হোসেনের বড় ভাই আব্দুল মনাফ ৩ আগস্ট বিশ্বনাথ থানায় আনহার মিয়াসহ ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন (মামলা নং ৩)। তদন্ত শেষে মামলার সত্যতা পাওয়ায় তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সালাম ওই বছরের ৩১ অক্টোবর আদালতে ৮ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর থেকেই আনহার মিয়া পলাতক ছিলেন।

 

বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, ‘আনহার মিয়া নামের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’