সিলেট-তামাবিল সড়কের খাদিমে সিএনজিচালিত অটোরিকশা ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার সকালে শাহপরান থানাধীন খাদিম এ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ মুন্না (২০) জৈন্তাপুরের চিকনাগুল এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে ১ জনকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় আহতরা হলেন- রবিউল হাসান নয়ন (১৮), মাহফুজুর রহমান নাইম (২১) ও মো. হাবিবুর লস্কর (৩৫)।
সিলেট মগানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।