সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

এনসিপি সরকার গঠন করলে বিএনপির দুর্নীতির বিচার হবে -নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত November 4, 2025, 04:47 PM
এনসিপি সরকার গঠন করলে বিএনপির দুর্নীতির বিচার হবে -নাসীরুদ্দীন পাটওয়ারী

Spread the love

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তার দল সরকার গঠন করলে বিএনপির দুর্নীতির বিচার হবে। বিএনপি চাঁদাবাজি, মাস্তানি এতবেশি করেছে, এগুলো ক্ষমার অযোগ্য। এগুলো বিচারের সম্মুখীন হতে হবে৷ আর ২০০১ থেকে ২০০৬ এ তারা যে দুর্নীতি করেছিল, শেখ হাসিনা এত আকাম করেছিল যে বিএনপির দুর্নীতি ঢাকা পড়ে গিয়েছিল। আমরা যদি সরকার গঠন করি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যেই দুর্নীতি করেছিল, সেগুলোর বিচার করবো। বাংলাদেশে কেউ অপরাধ করে ছাড় পাবে, এই মনমানসিকতায় আমরা নেই।

মঙ্গলবার দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া সেল আয়োজিত ‘মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি: নভেম্বর, ১৯৭৫’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে। লন্ডনের চুক্তি অনুযায়ী দলটি ক্ষমতায় এলে এনসিপির মাধ্যমে তাদের পতন নিশ্চিত হবে। বিএনপি শুধু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। খালেদা জিয়ার পাশে দুর্নীতিবাজরা ছিল। এবারের প্রার্থী তালিকায় যারা জুলাই সনদ প্রয়োজন নেই বলছে, তাদের অবস্থানে আমরা হতাশ।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি বিএনপি সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসে, তবে এনসিপি কিছু সুযোগ দিতে রাজি রয়েছে। জিয়াউর রহমান একজন লাকি ম্যান ছিলেন ক্ষমতা না চাইতে হলেও পেয়ে গেছেন। উনার কিছু ক্যারিশমেটিক জায়গা ছিল সে জায়গা থেকে উনি অর্থনৈতিক কিছু উন্নয়নের জায়গায় বাংলাদেশকে নিয়ে গিয়েছেন। কিন্তু পলিটিক্যাল জায়গায় জিয়াউর রহমান ব্যর্থ ছিলেন। ওই সময় একটি সুযোগ ছিল। বাংলাদেশটাকে নতুন করে পুনর্গঠন করার। উনি রাজনীতিকে যতটুকু পুনর্গঠন করবেন, তা করেননি। অর্থনীতিকে পুনর্গঠন করেছেন। অর্থনৈতিক উনার অনেক সফলতা রয়েছে। রাজনৈতিক পুনর্গঠনের কিছু চেষ্টা চালিয়েছেন। কিন্তু উনি সফল হন নেই।

জোটবদ্ধ দলগুলোকে নিজ প্রতীকেই নির্বাচন করার নিয়ম করে প্রতীক বিক্রির ব্যবসা বন্ধ করে দেয়া হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। এ ছাড়া জামায়াতে ইসলামীকে ধর্মের নামে রাজনীতি না করার আহ্বান জানান নাসীরুদ্দীন।

Spread the love

Leave a Reply Cancel reply