সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

৭৩তম জন্মদিনে হারিছ চৌধুরীকে স্মরণ ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত November 1, 2025, 04:31 PM
৭৩তম জন্মদিনে হারিছ চৌধুরীকে স্মরণ ও দোয়া মাহফিল


৭৩তম জন্মদিনে হারিছ চৌধুরীকে স্মরণ ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক

 

বিএনপি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, কানাইঘাটের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিছ চৌধুরীর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে কানাইঘাটের শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন হারিছ চৌধুরীর কন্যা ও হারিছ চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হারিছ চৌধুরীর সন্তান নায়েম শফি চৌধুরী এবং পরিচালনা করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে হারিছ চৌধুরীর রাজনৈতিক জীবন ও আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরিফ উদ্দিন লস্কর, সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ব জিয়াউল করিম রনি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ক.ম ফয়জুল হক, বর্তমান সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন, কানাইঘাট সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ও ফাউন্ডেশনের সভাপতি ইবাদুর রহমান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার ফারুক আহমদ, বিএনপি নেতা রহিম উদ্দিন ভরসা, আজিজুল আম্বিয়া, আবুল কালাম ও নুর উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী বলেন, তার পিতা ছিলেন এক জন দেশপ্রেমিক, সৎ ও নীতিবান রাজনীতিবিদ। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি কখনও দল বা দেশের সঙ্গে বেঈমানি করেননি। জাতীয়তাবাদের আদর্শে অবিচল থেকে দলীয় দুঃসময়ে দেশ ত্যাগ না করে আত্মগোপনে থেকেও দলের প্রতি অটল ছিলেন।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে আত্মগোপনে থাকা অবস্থায় দেশে তার রহস্যজনক মৃত্যু হয়, যা আজও এ দেশের মানুষ ও তার জন্মভূমি কানাইঘাটের জনগণ ভুলে যায়নি। বর্তমানে তিনি তারই হাতে গড়া শফিকুর রহমান মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত আছেন।’

বাবাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ব্যারিস্টার সামিরা বলেন, ‘হারিছ চৌধুরী কেবল রাজনীতিবিদই নন, ছিলেন এক আদর্শবান পিতা ও মানবিক ব্যক্তিত্ব। তিনি শিক্ষা, উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করে গেছেন। তার আদর্শ ও কর্মকে ধরে রাখতে হারিছ চৌধুরী ফাউন্ডেশন ভবিষ্যতেও কাজ করে যাবে।’

তিনি বলেন, ‘কানাইঘাট-জকিগঞ্জের প্রায় ৮০ শতাংশ উন্নয়ন হারিছ চৌধুরীর হাত ধরে বাস্তবায়িত হয়েছে। বিএনপির সিলেট-৫ আসনের মনোনয়নপ্রত্যাশীদের আমি আহ্বান জানাই- তারা যেন হারিছ চৌধুরীর উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অবদান মানুষের সামনে তুলে ধরেন।’

স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে হারিছ চৌধুরীর সন্তান নায়েম শফি চৌধুরী শফিকুর রহমান মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে হারিছ চৌধুরী স্মৃতি উদ্যান ও তার কবরস্থানের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হারিছ চৌধুরীর শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী এবং পরিবারের সদস্যসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।