সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

সিলেটের কোম্পানীগঞ্জে বালু লু টে র দা য়ে রুপা মিয়াকে গ্রে ফ তা র

admin
প্রকাশিত November 1, 2025, 10:30 AM
সিলেটের কোম্পানীগঞ্জে বালু লু টে র দা য়ে রুপা মিয়াকে গ্রে ফ তা র



সিলেটের
কোম্পানীগঞ্জে বালু লু টে র দা য়ে রুপা মিয়াকে গ্রে ফ তা র

ডেস্ক রিপোট

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ডালারপাড় এলাকায় সরকারি বন বিভাগের জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ইকবাল হোসেন ওরফে রুপা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম ও ওসি (তদন্ত) সুজন কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল ডালারপাড় চকবাজার এলাকা থেকে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রুপা মিয়া দীর্ঘদিন ধরে সরকারি বন বিভাগের জমি থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। এই ঘটনায় বন বিভাগ মামলাও দায়ের করেছে। মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইকবাল হোসেন ওরফে রুপা মিয়া পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক হোসেনের ছোট ভাই।

ওসি রতন শেখ পিপিএম বলেন, ‘বন বিভাগের দায়ের করা মামলার ভিত্তিতে ইকবাল হোসেন ওরফে রুপা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’