Manual1 Ad Code
পতিত স্বৈ রা চা রে র সঙ্গে আঁ তা ত করে নির্বাচন বানচালের ষ ড় য ন্ত্র হচ্ছে: ফয়সল চৌধুরী
অনলাইন ডেস্ক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, গোটা বাংলাদেশ একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। নির্বাচনী উৎসবে মেতে ওঠতে সবাই প্রস্তুত। ঠিক এই সময়ে পতিত স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে কতিপয় গোষ্ঠী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। তাদের লক্ষ্য স্বৈরাচারকে ফিরিয়ে এই দেশকে আবারও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। কিন্তু দেশপ্রেমিক জনতা সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলার মাটিতে আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় নির্বাচন হবেই ইনশাআল্লাহ।
Manual4 Ad Code
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের খাড়াবড়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং পরবর্তীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
Manual1 Ad Code
দুবাগ চমুনায় দুবাগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Manual8 Ad Code
সভায় ফয়সল চৌধুরী আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমরা নানা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। দেশের সবচেয়ে বড় দল বিএনপি। কিন্তু বিস্ময়করভাবে বিএনপির সুপারিশ, মতামত, নোট অব ডিসেন্ট এসবকে পাশ কাটিয়ে গেছে ঐকমত্য কমিশন। বিএনপির মতামত, প্রস্তাবকে উপেক্ষা করেছে তারা। এই কমিশন ঐকমত্যের বদলে ‘অনৈক্য কমিশন’ হয়ে গেছে। ২৫টি রাজনৈতিক দল যে জুলাই সনদে স্বাক্ষর করলো, সেই সনদের সঙ্গে কমিশনের সুপারিশের মিল নেই। এটা হতে পারে না। এগুলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
বিএনপির প্রত্যেক সারির নেতা-কর্মীদের সকল ষড়যন্ত্রের বিষয়ে সজাগ ও সচেতন এবং ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ফয়সল চৌধুরী।
Manual6 Ad Code
ইউনিয়ন বিএনপির ত্রান ও পুর্নবাসন সম্পাদক নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সদস্য এবি কালাম ও উপজেলা ছাত্রদলের সদস্য শহিদুল ইসলাম রাজেলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, জেলা বিএনপি উপদেষ্টা এম এ মান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন।
আরোও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, জামাল মেম্বার, আলমাছ উদ্দিন দুদু মেম্বার, হোসেন আহমদ মেম্বার, আব্দুল গফুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসনাত জামিল, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল, ইউনিয়ন জাসাসের সভাপতি তারেক আহমেদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুবদল নেতা সুলতান আহমেদ, তারেকুর রহমান, সভাপতিছাত্রদল পারভেজ, কলেজ ছাত্রদল সভাপতি নাজিম আল হাবিব,সাধারণ সম্পাদক হোসাইন আহমদ।
এছাড়াও বিয়ানীবাজার দুবাগ ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী-পেশার মানুষ গণসংযোগ ও সভায় উপস্থিত ছিলেন।