Today October 31, 2025, 05:43 AM

সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন জহুরুল

admin
Published October 31, 2025, 05:43 AM
সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন জহুরুল


Manual7 Ad Code

সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন জহুরুল

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাবেক এসিল্যান্ড ও বর্তমানে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। ভূমিসেবায় গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন শাহ জহুরুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহসহ বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্রে জানা গেছে, কুলাউড়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে শাহ জহুরুল হোসেন ভূমিসেবা ডিজিটালাইজেশন, জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়া, অনিয়ম দমন এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রাখেন। তাঁর এসব উদ্যোগ সিলেট বিভাগের ভূমি প্রশাসনে উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে।

পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শাহ জহুরুল হোসেন বলেন, এই স্বীকৃতি শুধু আমার নয়- ভূমিসেবার সঙ্গে যুক্ত সকল সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতার ফল।’

Manual1 Ad Code

বিডি-প্রতিদিন