জেলা প্রশাসক সারোয়ার আলম ঘুমে তাই সিলেটে থামছেনা পাথর চু*রি, জ*রি*মা*না অর্ধলক্ষ টাকা
জেলা প্রশাসক সারোয়ার আলম ঘুমে তাই সিলেটে থামছেনা পাথর চু*রি, জ*রি*মা*না অর্ধলক্ষ টাকা
admin
প্রকাশিত November 7, 2025, 02:28 PM
জেলা প্রশাসক সারোয়ার আলম ঘুমে তাই সিলেটে থামছেনা পাথর চু*রি, জ*রি*মা*না অর্ধলক্ষ টাকা
নিজস্ব প্রতিবেদক
সিলেটে পাথর চুরি থামছেনা। এবার পাথরখেকোদের টার্গেট কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা। এই টিলার পাথর ভর্তি আরেকটি ট্রাক জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার।
সম্প্রতি সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। উদ্ধার করা হয়েছিল লাখ লাখ ঘনফুট পাথর।
প্রশাসনের কঠোর অবস্থান ও নজরদারির মুখে সাদাপাথর এখন অনেকটাই নিরাপদ হলেও পাথরখেকোদের টার্গেট এখন কোম্পানীগঞ্জ তথা সিলেটের আরেক ঐতিহ্য শাহ আরেফিন টিলা। প্রায় প্রতিদিন এই টিলার পাথর চুরি হচ্ছে। আটকও হচ্ছে দু’একটি ট্রাক।
স্থানীয় একাধিক সূত্রের সাথে আলপাকালে জানা গেছে, চুরির তুলনায় আটকের পরিমাণ নেহায়েতই অতিনগন্য।
বৃহস্পতিবার রাতেও শাহ আরেফিন টিলার পাথর ভর্তি একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন।
উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ট্রাকটি জব্দ ও ট্রাকের চালক কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
তার নাম মো. নাসির (৩০)। তিনি বালাগঞ্জের তালতলা গ্রামের খন্দকার নুরু উদ্দিনের ছেলে।
এসময় তাকে সহযোগীতা করে কোম্পানীগঞ্জ থানাপুলিশের একটি দল।