সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাছির আলী বলেন, আবেগ নয়, বিভেককে জাগ্রত করে দক্ষ জনপ্রতিনিধি নির্বাচিত করুণ। যে নির্বাচিত হয়ে এলাকার সত্যিকারের উন্নয়ন ও পরিবর্তনের জন্য কাজ করবে। দূর্নীতিমুক্ত থেকে দেশের ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসের পরিবর্তন আনতে বাস্তবতার আলোকে সবাইকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। সামাজিক মূল্যবোধ ক্ষয় রোধ করে সুখী-সুন্দর ও শান্তির জনপদ বিনির্মান করাই হতে হবে নির্বাচিত জনপ্রতিনিধির প্রধান লক্ষ্য, দালালি-বাটপারি নয়। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ভয়ভীতি প্রদর্শনের জন্য নয়। জনগণই হচ্ছেন বটবৃক্ষ, তাই রাজনীতির নামে জনগণের উপর খবরদারি নয়। এসব কাজ ছাড়া করে তাদেরকে প্রতিহত করেন সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে ‘ঘড়ি’ প্রতীকে ভোট দিয়ে খেলাফত মজলিসকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিন। খেলাফত মজলিস আপনাদেরকে শরিয়ত ভিত্তিক রাষ্ট্র উপহার দিবে।
তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিরগাঁও গ্রামে মুহিবুর রহমানের বাড়িতে ‘ঘড়ি প্রতীক’র সমর্থনে অনুষ্ঠিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তিনি আরোও বলেন, ‘যারা সংস্কার মানে না, দূর্নীতি দমন কমিশন ও বিচার ব্যবস্থার স্বাধীনতা চায়না’ তারা কিভাবে মানুষের উন্নয়ন করবেন। খেলাফত মজলিস চায় রাজনৈতিক-প্রশাসনিক’সহ দেশের সামগ্রিক ব্যবস্থায় পরিবর্তন আসুক। আর এর সুফল ভোগ করবেন জনগণ। আর এই পরিবর্তনের জন্য ‘ঘড়ি প্রতীক’র কোন বিকল্প নেই।
মিরগাঁও গ্রামের মুরব্বী আওলাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হক, দৌলতপুর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক জাবের আহমদ, এলাকার মুরব্বী আব্দুর রশিদ।
সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কামরুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল রফিক আহমদ রাজু এবং শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হক।
এসময় অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।