সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

র‌্যাবের খাঁ*চা*য় জয়, উদ্ধার ভি*ক*টি*ম কি শো রী

admin
প্রকাশিত November 7, 2025, 02:12 PM
র‌্যাবের খাঁ*চা*য় জয়, উদ্ধার ভি*ক*টি*ম কি শো রী

র‌্যাবের খাঁ*চা*য় জয়, উদ্ধার ভি*ক*টি*ম কি শো রী

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের বানিয়াচং থেকে মো. জয় মিয়াকে (২০) খাঁচায় পুরেছে র‌্যাব-৯।

 

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

 

জয় মিয়া চুনারুঘাট থানার জলিলপুর গ্রামের তৌফিক মিয়ার ছেলে । তিনি সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী।

 

জানা গেছে, চুনারুঘাট থানায় গত ১৯ সেপ্টেম্বর সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয় (নং ২২)। জয় মিয়াকে গ্রেপ্তারের পাশাপাশি ওই ভিকটিম কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

 

তাদের দু’জনকেই চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।