সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

আগামী নির্বাচন ইসলাম ও ইসলামী আন্দোলনের জন্য চ্যালেঞ্জস্বরূপ : ডা. শফিক

admin
প্রকাশিত November 6, 2025, 04:44 PM
আগামী নির্বাচন ইসলাম ও ইসলামী আন্দোলনের জন্য চ্যালেঞ্জস্বরূপ : ডা. শফিক

আগামী নির্বাচন ইসলাম ও ইসলামী আন্দোলনের জন্য চ্যালেঞ্জস্বরূপ : ডা. শফিক

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। আগামী নির্বাচন শুধু দেশের জন্য নয়, ইসলামী আন্দোলনের জন্যও চ্যালেঞ্জস্বরূপ। জনগণ পরিবর্তন দেখতে চায়। এই পরিবর্তন সাধনে জামায়াত গণপ্রত্যাশা পূরণ করবে। শুধু তাই নয়, জনগণের রায়ে জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতি ইসলামের নেয়ামতসমুহ ভোগ করবে। ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে সবাইকে কাজ চালিয়ে যেতে হবে।

 

তিনি বলেন, আগামী নির্বাচনে অনেক বাধা আসতে পারে। কিন্তু বাধা দেখলে ঘাবড়ালে চলবেনা। কারণ আমরা আল্লাহর উপর ভরসা করেই সামনে এগিয়ে যাবো। জাতির বৃহত্তর প্রয়োজনে আসন সমঝোতায় জামায়াত ছাড় দেবে। দায়িত্ব নিয়ে কাজ করবে। সেজন্য সকল দায়িত্বশীলকে ত্যাগের মানসিকতা লালন করতে হবে।

তিনি বৃহস্পতিবার বিকেলে সংসদীয় আসন সিলেট-৪, ৫ ও ৬নং আসনের জামায়াতের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারী মাশুক আহমদের সঞ্চালনায় আমানুল্লাহ কনভেনশন হলে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

বক্তব্য রাখেন- জেলা নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, জেলা নায়েবে আমীর ও সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান, জেলা পেশাজীবি পরিষদ সভাপতি মাষ্টার নূরুল ইসলাম, ৫নং আসনের নির্বাচন পরিচালক মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, ৪নং আসন পরিচালক সাইদুর রহমান, ৬নং আসনের পরিচালক সাবেক গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম ও ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মন্জু।

সম্মেলনে সংশ্লিষ্ট আসনের অন্তর্ভুক্ত উপজেলা ও পৌরসভার আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারীবৃন্দ ছাড়াও দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত বলেন, অতীতের শাসকবর্গ দুর্নীতি, লুটপাট ও জনগণের সম্পদ শোষণ করলেও জনগণের ভাগ্য পরিবর্তনে উল্লেখযোগ্য কাজ করেনি। অথচ বিগত চারদলীয় জোট সরকারের আমলে আমাদের দুই মন্ত্রী সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। দুর্নীতি তাদের স্পর্শ করতে পারেনি। দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। আল্লাহর উপর ভরসা করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ দেশ ও ইসলামের জন্য শহীদ হয়েছেন। কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। আল্লাহ তাঁদের শাহাদাত কবুল করুন। আমীন।

তিনি আরও বলেন, সকল ক্ষেত্রে আবেগী বক্তব্য পরিহার করতে হবে। সময়কে কাজে লাগাতে হবে। বিতর্ক এড়িয়ে চলতে হবে। রাজনৈতিক সমালোচনা দেখে বিচলিত হওয়া যাবেনা। কেউ কোন ভুল করে থাকলে নিঃসংকোচে সরি বলুন। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সকল ক্ষেত্রে বিনয়ী হতে হবে। বিজ্ঞপ্তি