সিলেটে এবার সেনাবাহিনীর অ*ভি*যা*নে চোরাইপণ্য আ-ট-ক
সীমান্ত অঞ্চলে চোরাকারবারিদের তৎপরতা রোধে বিজিবির পাশাপাশি এবার সেনাবাহিনীও অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সংলগ্ন তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ কসমেটিকসহ একটি নোহা মাইক্রোবাস (রেজি নং: ঢাকা মেট্রো-চ-১১-৬২৭২) আটক করেছে সেনাবাহিনী। আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে আনুমানিক সোয়া ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে আনুমানিক সোয়া ১১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সংলগ্ন তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় হরিপুর থেকে সিলেটগামী মাইক্রোবাসকে চেকপোস্টে থামানোর সংকেত দিলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ২ হাজার ৭৬৪ পিস ভারতীয় অবৈধ ‘POND’S Bright Beauty’ ফেসওয়াশ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৮২ হাজার টাকা।
সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, আটক মাইক্রোবাস ও জব্দকৃত কসমেটিক পণ্য সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।