সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

বিএনপি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলবে: মুক্তাদির

admin
প্রকাশিত November 6, 2025, 04:22 PM
বিএনপি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলবে: মুক্তাদির

বিএনপি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলবে: মুক্তাদির

অনলাইন ডেস্ক

সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সময়োপযোগী আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সু-ব্যবস্থা নিশ্চিত করবে। শিক্ষকদের পেশার মর্যাদা বৃদ্ধি করা হবে। সব স্কুলে বাংলা ইংরেজির পাশাপাশি অন্যান্য ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে।

 

তিনি আরও বলেন, বিএনপি আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তুলতে কাজ করছে। বর্তমান বিশ্বে নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তোলার যে প্রতিযোগিতা চলছে, সেখানে একনিষ্ঠতা ও দৃঢ় ইচ্ছাশক্তির বিকল্প নেই। মেধা বিকাশের জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন, সঠিক পরিচর্যা ও প্রবল ইচ্ছাশক্তি। মেধা সহজাত হলেও এর বিকাশের জন্য প্রয়োজন ধারাবাহিক প্রচেষ্টা। তাই নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষার প্রতিও মনোযোগী করতে পরিকল্পনা করে কাজ করবো। কারণ তারাই আগামী দিনের ভবিষ্যৎ।

 

তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিলেট সিটি ও সদরের পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুরো বলেন।

 

সদর উপজেলার বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝৈনকারকান্দি এলাকার সাধারণ মানুষ ও সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

 

সদর উপজেলা ৮নং কান্দিগাউ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাধারণ মানুষদের সাথে মতবিনিময় সভা আব্দুর রহিমের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিকুর রহমান আশিকের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামান নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, সদর উপজেলা বিএনপির সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মরম আলী, জেলা বিএনপির সাবেক সদস্য ইমরান গাজী, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ রানা, সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান রুহেল, আসার আহমদ প্রমুখ।