সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

এনসিপির সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে জুনেদ আহমদ ও কামরুল আরিফ

admin
প্রকাশিত November 6, 2025, 03:21 PM
এনসিপির সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে জুনেদ আহমদ ও কামরুল আরিফ

এনসিপির সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে জুনেদ আহমদ ও কামরুল আরিফ

ডেস্ক রিপোট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মোঃ জুনেদ আহমদকে আহ্বায়ক এবং প্রকৌশলী কামরুল আরিফকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পুনর্গঠন না হওয়া পর্যন্ত এই কমিটিই দলের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

কমিটির দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
আহ্বায়ক: মোঃ জুনেদ আহমদ
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: নাজিমউদ্দিন শাহান
যুগ্ম আহ্বায়কবৃন্দ: মোঃ হিফজুর রহমান খান, খো. ইমাম উদ্দিন, এডভোকেট গোলাম আকবর, সাইফুল ইসলাম নজরুল, ব্যারিস্টার মোহাম্মদ আসাদ শহীদ, ডা. মোঃ আবদুল আহাদ, ডা. সুলেমান খান।
সদস্য সচিব: প্রকৌশলী কামরুল আরিফ
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: প্রকৌশলী মোশাহিদুর রহমান
যুগ্ম সদস্য সচিববৃন্দ: ফয়সাল আহমদ, আলী হোসেন, মো. সাদি জামানী, কমর রশিদ, সালমান আহমদ শেয়ারলেদ, এডভোকেট নজরুল হক মারা।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—
ওমাইদ আহমদ সুহেল, প্রকৌশলী মসরুক আহমদ চৌধুরী, সৈয়দা হেনা বেগম, ফেরদৌসি বেগম, আসমা বেগম, মো. মোকাদ্দির হোসাইন, মো. ইউনুস আলী, রায়হান আহমদ, তাহমিদুর রশিদ চৌধুরী, জামাল খান, মোহাম্মদ আব্দুল কালিক, সানেহ আহমদ ছুইন, সাইয়্যেদ মোহাম্মদ শারিফ উদ্দিন, নাজমুল ইসলাম চৌধুরী, বাবর আহমদ, মো. সরিবুর ইসলাম খান, সাইফুর রহমান, শাহিন শাহ, মো. কাউসার হাসান, কাউসার আলম সোয়াহ, রবেল মিয়া, মো. শাহাব উদ্দিন, মো. আবুল কালাম আজাদ, মো. মাসুদ আহমদ, মো. মুর্তজা আলী, বুরহান উদ্দিন, তারেক আহমদ, মো. আব্দুর রাজ্জাক, মোহা. মামুন বেগম, কামরুলজামান মুর্তজা, ফখরুজ্জামান আহমদ বাচ্চু, নারগিস বেগম, মো. আমির উদ্দিন, মনসুরুল হাসান, আরফাদ কাফিন, হানিফুর রহমান, আলী আকবর, শিল্পী বেগম, করিম আহমদ, মো. ফারুক মিয়া, ড. রুকন আহমদ, শেখ সাদী রাসেল, সাইফুর রহমান প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটি ঘোষণার পর সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ের এনসিপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
বিশেষ করে, সিলেট-১ আসনে এনসিপি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হকের সম্ভাব্য নির্বাচনী অংশগ্রহণকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

নেতারা আশা প্রকাশ করেছেন, এই নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে এনসিপি সিলেট জেলায় আরও শক্তিশালী সাংগঠনিক অবস্থান তৈরি করবে।