মাকসূদূল হক শাকূর আহব্বায়ক ও এম এ হিমেল সদস্য সচিব।
উপদেষ্টা পরিষদে এহতেশাম হক ও ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ কে রেখে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্তরাজ্য শাখার কমিটি ঘোষণা করেছে l মঙ্গলবার দলের মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণার কথা জানানো হয় l
কমিটির আহ্বায়ক হয়েছেন মাকসুদুল হক শাকুর l এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক : ইমা ইসলাম, যুগ্ম আহ্বায়ক : ব্যারিস্টার মিজানুর রহমান (নয়ন),সদস্যসচিব : মো. এম. এ. হিমেল, যুগ্ম সদস্যসচিব : ইঞ্জি. মেরাজ আজিজ ও ফারিয়া ফাহি, মুখ্য সংগঠক : নাইমুল ইসলাম, কার্যনির্বাহী সচিব : আবু বকর নিহাজ, অর্থ সচিব : জয়নাল আবেদীন, যুগ্ম অর্থ সচিব : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, যোগাযোগ সচিব : মাহাবুবুল আলম, মিডিয়া ও প্রচার সচিব : মো. মাহমুদ রহমান (ইকবাল), নীতিনির্ধারণ ও লবিং সচিব : ডা. ফাহিম আশহার, যুগ্ম নীতিনির্ধারণ ও লবিং সচিব : ইঞ্জি. শারমিন আক্তার (পাপড়ি),প্রশিক্ষণ সচিব : খন্দকার আনাছ আহমেদ, যুগ্ম প্রশিক্ষণ সচিব : ইঞ্জি. মোহাম্মদ হাবিবুর রহমান, যুব সচিব : সাব্বির আহমদ চৌধুরী l যুগ্ম যুব সচিব : আশরাফুল আলম, ছাত্ৰ সচিব : জওয়াহির মাহমুদ খান,যুগ্ম ছাত্র সচিব : মো. হৃদয় হোসেন l