সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

সিলেটজুড়ে অভিযান : ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২ জন

admin
প্রকাশিত November 5, 2025, 12:31 AM
সিলেটজুড়ে অভিযান : ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২ জন

সিলেটজুড়ে অভিযান : ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২ জন

ডেস্ক রিপোট

 

সিলেটজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেপ্তার ও আটক করেছে পুলিশ। এসব অভিযানে সাজাপ্রাপ্ত আসামি, জুয়া ও মাদক মামলার আসামি, অবৈধ মোটরসাইকেলধারী এবং বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজনকে আটক করা হয়েছে।

জকিগঞ্জে পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক ব্যক্তি ও আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার বিরশ্রী এলাকা থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বড়পাথার এলাকার আব্দুল করিমের ছেলে এনামুল হক সাবুকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গণধর্ষণ মামলার এক এজাহারভুক্ত আসামি, মাদক মামলার এক আসামি এবং জিআর ওয়ারেন্টভুক্ত আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

রিকশা শ্রমিক আন্দোলনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তিনজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত ওই কর্মসূচি থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, সংগঠক মো. জুবায়ের আহমেদ জুয়েল এবং শান্ত তালুকদারকে আটক করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

অবৈধভাবে ভারত থেকে আনা ইয়ামাহা R15 মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আম্বরখানার দর্শন দেউড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম কোম্পানীগঞ্জ উপজেলার কাঠাঁলবাড়ি গ্রামের শওকত আলীর ছেলে খলিলুর রহমান তারেক (২১)। মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

একই দিন বিকেলে দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার শতাব্দী গলিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটকরা হলেন চাঁদপুরের মতলব থানার বালুচর গ্রামের আক্তার মিয়ার ছেলে আকাশ আহমদ (২০), গোলাপগঞ্জের ভইটিকর গ্রামের মকবুল আলীর ছেলে জুনেদ আলী (২৭), জকিগঞ্জের আটগ্রামের আব্দুল কাদিরের ছেলে রুহুল আমিন (৩৪) এবং বিয়ানীবাজারের বরইআইল গ্রামের মৃত মতছিন আলীর ছেলে জালাল উদ্দিন (৪৭)। এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। অনলাইনে ‘তীর-শিলং’ নামে জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।