সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

মতের পার্থক্য যেন সংঘাতে রূপ না নেয়-জামায়াত আমির

admin
প্রকাশিত November 5, 2025, 12:17 AM
মতের পার্থক্য যেন সংঘাতে রূপ না নেয়-জামায়াত আমির

 

মতের পার্থক্য যেন সংঘাতে রূপ না নেয়-জামায়াত আমির

ডেস্ক রিপোট

 

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের পার্থক্য থাকা স্বাভাবিক, তবে তা যেন বিভাজন বা সংঘাতে রূপ না নেয় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা চাই, সবাইকে নিয়েই ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ হোক।

গতকাল সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরের ভিআইপি গেটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিয়ে জামায়াতের দাবির পর সরকার ও নির্বাচন কমিশন এখন ব্যাপক উদ্যোগ নিয়েছে।

তবে প্রবাসী নিবন্ধন সফটওয়্যার কাজ না করায় অনেকেই ভোটার হতে পারেননি। এ পরিস্থিতিতে তিনি নির্বাচন কমিশনের কাছে অন্তত আরও ১৫ দিন সময় বাড়ানোর অনুরোধ জানান। বিএনপির মনোনয়ন প্রকাশের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তবে সেটি এখনো চূড়ান্ত নয়। আমাদের ক্ষেত্রেও আঞ্চলিক পর্যায়ে প্রাথমিক তালিকা আগে থেকেই প্রস্তুত আছে।

সময়মতো পূর্ণাঙ্গ তালিকা জানিয়ে দেব। ডা. শফিকুর রহমান বলেন, গত মাসের ১৯ তারিখে ওমরাহ পালনের উদ্দেশে দেশত্যাগ করি। তিন দিনে ওমরাহ শেষ করে ২২ অক্টোবর আমেরিকায় পৌঁছাই। সেখানে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছি, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের অনেকে দীর্ঘদিনের বঞ্চনা ও নিপীড়নের কথা বলেছেন।

আমি তাদের আশ্বস্ত করেছি, বাংলাদেশ এখন ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত এবং এ মুক্তির লড়াইয়ে প্রবাসীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল। এ সময় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, মাওলানা আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ, রফিকুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

বিডি প্রতিদিন