ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর কদমতলী বাস টার্মিনাল থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৩ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালের শতাব্দী গলির ভেতরে জুয়া খেলারত অবস্থা থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন, চাঁদপুরের মতলব থানার বালুচর গ্রামের আক্তার মিয়ার ছেলে আকাশ আহমদ (২০), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভইটিকর গ্রামের মকবুল আলীর ছেলে জুনেদ আলী (২৭), জকিগঞ্জ উপজেলার আটগ্রামের আব্দুল কাদিরের ছেলে রুহুল আমিন (৩৪) ও বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বরইআইল গ্রামের মৃত মতছিন আলীর ছেলে জালাল উদ্দিন (৪৭)।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জুয়া খেলারত অবস্থা থেকে আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।