সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের একটি বাথরুমে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা পোস্টার ঝুলে পড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চলছে জোর গুঞ্জন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে সৈয়দ মুজতবা আলী হলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ক্যাম্পেইন চালানো হয়েছে। পোস্টের সঙ্গে সংযুক্ত ছিল একটি ছবি, যেখানে ওয়াশরুমের দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা পোস্টারটি দেখা যায়।
পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরেজমিনে গিয়ে পোস্টারটির অস্তিত্ব পাওয়া যায়। তবে কে বা কারা এটি লাগিয়েছে তা কেউ বলতে পারেননি। ওয়াশরুমের পাশের কক্ষের কয়েকজন শিক্ষার্থী জানান, তারা পোস্টার লাগানোর ঘটনাটি প্রত্যক্ষ করেননি এবং বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।
এ বিষয়ে সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই, তোমার কাছ থেকেই প্রথম জানলাম। আমি বিষয়টি দেখছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে যিনি বা যারা এ কাজ করেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
পরে রাত ১২টার দিকে প্রাধ্যক্ষের নির্দেশে হলের কর্মচারীরা পোস্টারটি দেয়াল থেকে সরিয়ে ফেলেন। ঘটনাটি নিয়ে ক্যাম্পাসজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক প্রচারণা হিসেবে দেখছেন। তবে প্রশাসন বলছে, হলের দেয়াল বা ওয়াশরুমে পোস্টার টানানো বিশ্ববিদ্যালয়ের নিয়মবিরুদ্ধ। যে-ই লাগাক না কেন? ব্যবস্থা নেওয়া হবে।