সিলেট-২ ,বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই আছে ,থাকবে : লুনা
ডেস্ক রিপোট
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়ে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা জানিয়েছেন, “সিলেট-২ আসনে বিএনপিতে মতানৈক্য আছে বলে আমার জানা নেই। কারও কারও ব্যক্তিগত চাওয়া-পাওয়া বা সুযোগ-সুবিধা থাকতে পারে। বিএনপি একটি বড় দল, সবাইকে সবকিছু দেওয়া সম্ভব হয় না। যারা বিএনপি করে, তারা সবাই এক পতাকাতলেই সমবেত আছে এবং থাকবে। আগামী দিনে একসাথে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে।”
সোমবার সন্ধ্যায় মনোনয়ন ঘোষণার পর মঙ্গলবার সকালে শুকরিয়া আদায় করে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তাহসিনা রুশদী লুনা। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ২০১৮ সালে বিএনপি তাঁকে মনোনয়ন দিলেও প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় নির্বাচনে অংশ নিতে পারেননি। ২০২৬ সালের আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নে সিলেট বিভাগে প্রথম নারী হিসেবে সরাসরি ভোটে লড়বেন তিনি।
তাহসিনা রুশদী লুনা বলেন, “অন্তর্বর্তী সরকার গুম কমিশন গঠন করেছে। আমরা তথ্য-উপাত্ত জমা দিয়েছি। গুম কমিশনের নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তবে তারেক রহমান বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে গুমের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দোষী ব্যক্তিদের তদন্ত ও বিচার করা হবে।”
প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে সম্মান জানানোর কথা উল্লেখ করে তাহসিনা রুশদী লুনা বলেন, “গত ১৩ বছর দলের পেছনে ব্যয় করেছি, দলকে সংগঠিত করেছি। সে কারণে আমি অবশ্যই ভালো অবস্থানে থাকব। সবার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের অবস্থানে আসতে পেরেছি।”
সিলেট-২ আসনে মনোনয়ন পাওয়ায় দলের হাইকমান্ড ও নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ-ওসমানীনগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।