সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

সাংবাদিক সাগরকে ফোনে হত্যাের হুমকি—ঘটনায় বিমানবন্দর থানায় মামলা রুজু

admin
প্রকাশিত November 26, 2025, 05:39 PM
সাংবাদিক সাগরকে ফোনে হত্যাের হুমকি—ঘটনায় বিমানবন্দর থানায় মামলা রুজু

সিলেট প্রতিনিধি:: সিলেট বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি, দৈনিক সিলেটের কথা পত্রিকা ও দৈনিক অনুসন্ধান নিউজ এর সম্পাদক ও প্রকাশক এবং ASTV এর চেয়ারম্যান, ফয়ছল আহমেদ সাগর কে গত ২৩/১১/২০২৫ ইং রাত ১০: ৩০ মিনিটের সময় , উনার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নং – ০১৭১১৩৭৮৬৬৩ বিগত অঙ্গাতনামা অপরিচিত ব্যক্তির মোবাইল নং- ০১৬০১৬৯২৬৪৯ থেকে উনার হোয়াটসঅ্যাপে একের পর এক অকথ্য ভাষায় গালিগালাজ জনিত ম্যাসেজ দিতে থাকে। অপরিচিত এই ব্যক্তি হোয়াটসঅ্যাপে কল দিয়ে হোয়াটসঅ্যাপে কল রিসিভ করা মাত্রই উনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং উনাকে হুমকি প্রদান করে যেকোনো সময় রাস্তাঘাট খুন ও গুম করিয়া ফেলিবে। এমনকি হত্যা করিয়া ক্ষান্ত হবে না। সে আমার দুই হাতের সবগুলি আঙ্গুল কাটিয়া সত্যের পক্ষে সাংবাদিকতা করার প্রতিশোধ নিবে। এমনটাই ধারণা করে, তাৎক্ষণিক এই বিষয় নিয়ে সিলেটের সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বসে আলোচনা করেন, এবং এই বিষয় নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক ফয়ছল আহমেদ সাগর নিজে বাদী হয়ে, সিলেট নগরীর বিমানবন্দর থানা একটি সাধারণ ডায়রি করেন।