নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৪ মে) বিকেলে ঢাকার ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্যারিস্টার রাজ্জাক দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষের প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং ২০১৯ সালে জামায়াতে ইসলাম থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে তিনি ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’র প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন।
২০২৩ সালের ডিসেম্বরে তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আসেন এবং পুনরায় সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও আইনজীবী সমাজে শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।