স্টাফ রিপোর্টার:   আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসে মতৈক্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দলগুলো নিজ উদ্যোগে আলোচনায় বসবে বলে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।   প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ‘বিগত ১৫ বছর রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত থেকেছে। তারাই আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তারা ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে না পারলে সরকার তার নিজের মতো সিদ্ধান্ত দেবে।’   আইন উপদেষ্টা বলেন, ‘উপদেষ্টা পরিষদের সভায় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই
Source: https://www.agamiprojonmo.net/lead-news/25091/