প্রজন্ম ডেস্ক:   আসিফ আহমেদ, সদ্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। তিনি দেশের বাইরে মাস্টার্সে ভর্তি হবার প্রস্তুতি নিচ্ছেন। তিনি যুবকদের জন্য আত্মরক্ষামূলক প্রশিক্ষণের জন্য আবেদন করেছেন। আসিফ আহমেদ বলেন, আমি বিদেশে যাওয়ার জন্য এক বছরের একটা লক্ষ্য ঠিক করেছি। আত্মরক্ষার এই প্রশিক্ষণটি নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা দেখছি। তাই আগ্রহবশত এই ট্রেনিংয়ের জন্য আবেদন করেছি। তিনি বলেন, এই প্রশিক্ষণ ভবিষ্যতে আমার কাজে লাগবে আশা করি। আত্মরক্ষার কৌশল তো খারাপ কিছু না। এ ছাড়াও এটাকে নতুন বাংলাদেশের একটা নতুন সূচনাও বলা যেতে পারে।   দেশের ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি কেন্দ্রে
Source: https://www.agamiprojonmo.net/lead-news/25100/