সিলেট [english_date], [bangla_date], [hijri_date]

সিলেটে অনৈতিক কাজ: সিলগালা ৬ হোটেল, আটক ১৯

প্রকাশিত November 3, 2025, 11:26 AM

স্টাফ রিপোর্টার: সিলেটের আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কাজের অভিযোগ অনেক পুরানো। কিছু কিছু হোটেলের মূল পূঁজিই এই অনৈতিক বাণিজ্য। এগুলো মিনি পতিতালয় হিসাবে পরিচিত। এই অনৈতিক কাজের বিরুদ্ধে সোচ্চার সিলেট মহানগর পুলিশ। আগে প্রায়ই অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করে আদালতে চালান দেওয়া হতো। আর সেখান থেকে জামিনে বেরিয়ে এসে আবার তারা ফিরে যান নিজের পেশায়। তবে গত অক্টোবর মাস থেকে এ ব্যাপারে আরও কঠোর অবস্থানে মহানগর পুলিশ। তারা অনৈতিক কাজের অভিযোগে যেসব হোটেল থেকে নারী-পুরুষ আটক করছে, ওই হোটেলগুলোকে সিলগালা করে দিচ্ছে। অক্টোবরে সিলেটে তেমন সিলাগালা করা আবাসিক হোটেলের সংখ্যা ৬টি।

Source: https://www.agamiprojonmo.net/across-sylhet/25106/