দোয়ারাবাজারে ৬৩ বোতল বিদেশি ম দ উ দ্ধা র
সুনামগঞ্জ প্রতিনিধি :
“মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, চলবে” — এই স্লোগানকে সামনে রেখে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
রবিবার (০২ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার থানা পুলিশ উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাঁও এলাকায় এক বিশেষ অভিযান চালায়। এসময় স্থানীয় বাসিন্দা হাফেজ ইসলাম উদ্দিনের বাড়ির পশ্চিমে রাবার ড্যাম খালের পূর্ব পাড়ের বাইড গাছের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এতে রয়েছে ৪০ বোতল এসি ব্ল্যাক এবং ২৩ বোতল অফিসার চয়েস মদ।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, উদ্ধারকৃত মদ জব্দ করে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দোয়ারাবাজারকে মাদকমুক্ত রাখতে পুলিশের সার্বক্ষণিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।