Manual3 Ad Code
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনে শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
Manual3 Ad Code
 
রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
Manual8 Ad Code
এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “আমরা আর কোনো মুলা ঝুলানো রাজনীতি দেখতে চাই না। নভেম্বরের মধ্যেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে হবে। শাকসু বানচালের চেষ্টা করা হলে, শিক্ষার্থীরা কঠোর প্রতিক্রিয়া দেখাবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রোডম্যাপ ঘোষণা না করা হলে প্রশাসনিক ভবনে তালা ঝুলবে। দলমত নির্বিশেষে শাবিপ্রবির সব শিক্ষার্থী এই দাবিতে একমত।”
 
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও শাকসু নির্বাচন নিয়ে আমাদের প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। প্রশাসন নির্বাচন দিতে ভয় পাচ্ছে, কারণ তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। তারা মনে করেন, ছাত্রপ্রতিনিধি তৈরি হলে এসব অন্যায় আর করতে পারবেন না। ক্ষমতা কুক্ষিগত রাখতে তারা নির্বাচন ঠেকিয়ে রাখতে চান।
 
তিনি বলেন, আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে এতদিন নীরব রাখার চেষ্টা করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে শাবিপ্রবি অচল করে দেওয়া হবে। শাকসু নির্বাচনের মাধ্যমে আমরা এমন একটি সিস্টেম গড়ে তুলতে চাই, যেখানে অন্যায় ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। শুধু ক্লাস-পরীক্ষা নিয়েই সেটি সম্ভব না।
 
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচনের ঘোষণা করলেও এখনো নির্বাচন কমিশন গঠন করা হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।
Manual5 Ad Code
 
এর আগে গত ১৭ অক্টোবর শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে শাকসু নির্বাচনের দাবি জানান। আজ সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা শাকসুর রোডম্যাপ চেয়ে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।
সোস: Sylhet today
Manual2 Ad Code