বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বাদ এশা নগরীর কুমারপাড়ায় আরিফুল হকের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। দোয়া পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রেদওয়ান আহমাদ।
দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, উপদেষ্টা আব্দুস শুকুর ও অ্যাডভোকেট কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহ–সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী শামীমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলের আগে বক্তব্য দেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বিএনপিকে শক্ত হাতে নেতৃত্ব দিয়েছেন দেশমাতা বেগম খালেদা জিয়া। তাঁর দূরদর্শী নেতৃত্বেই বিএনপি গণমানুষের দলে পরিণত হয়েছে। বর্তমান সরকারের নানা নিপীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। আমরা সিলেটসহ দেশবাসীর পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য দোয়া চাই।