Today November 1, 2025, 04:44 PM

সাংবাদিক হ ত্যা র বি চা রসহ বিভিন্ন দাবিতে সিলেটে সংবাদিকদের বি ক্ষো ভ সমাবেশ

admin
Published November 1, 2025, 04:44 PM
সাংবাদিক হ ত্যা র বি চা রসহ বিভিন্ন দাবিতে সিলেটে সংবাদিকদের বি ক্ষো ভ সমাবেশ


সাংবাদিক হ ত্যা র বি চা রসহ বিভিন্ন দাবিতে সিলেটে সংবাদিকদের বি ক্ষো ভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, ৯ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও ১০ম ওয়েজ বোর্ড গঠন, এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে বিএফইউজে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে)-এর উদ্যোগে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশে অনুষ্টিত হয়েছে।

শনিবার (১নভেম্বর) সকালে সুবিদবাজারস্হ সিলেট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজ)’র সভাপতি মোহাহম্মদ বদরুদ্দোজা বদর।

এসএমইউজ’র সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, এসএমইউজের সহ সাধারণ সম্পাদক এম এ মতিন, অর্থ সম্পাদক কবির আহমদ, আইনজীবী মো: তাজ উদ্দিন, এসএমইউজের সদস্য আনাস হাবিব কলিন্স, শেখ আব্দুল মজিদ, জুনেদ আহমদ চৌধুরী, এ কে কাওসার আহমদ, এইচ এম শহীদুল ইসলাম, ইফতেখার আহমদ চৌধুরী নাবিল, ফটোসাংবাদিক নেতা নাজমুল কবির পাভেল, বিশিষ্ট ব্যাংকার রাজু আহমদ প্রমুখ। এছাড়া মোহাম্মদ সিরাজুল ইসলাম, নূর আহমদ, ফয়ছর আলম, হুমায়ন কবির লিটন প্রমুখ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, সাগর-রুনি হত্যা মামলায় ১৩ বছর ধরে বার বার সময় নেওয়া হয়েছে, তদন্তের নামে প্রহসন হয়েছে। হত্যাকাণ্ড এখনও অমীমাংসিত। একটি রাষ্ট্রে সাংবাদিকেরা যদি ন্যায়বিচার না পান, তাহলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কীভাবে?

বক্তারা সিলেটের সাংবাদিক এটিএম তুরাবসহ বিভিন্ন সময় নিহত অনেক সাংবাদিকের হত্যা মামলার দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, দেশে ওয়েজ বোর্ড ঘোষণা হলেও অধিকাংশ গণমাধ্যম তা বাস্তবায়ন করছে না। মাঠে মাঠে আমরা ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করি কিন্তু মাস শেষে ন্যায্য বেতন-ভাতা পাইনা।

ওয়েজ বোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জীবনমান উন্নত হবে। বক্তারা বলেন, ডিজিটাল যুগে সংবাদিক পেশা আরও ঝুঁকিপূর্ণ হচ্ছে, কিন্তু সমানতালে বাড়ছে না নিরাপত্তা সুরক্ষা ও সুযোগ সুবিধা। এ বিষয়গুলোকে গুরুত্ব দেয়ার দাবি জানান নেতারা।