সিলেটে প্রথম বিভাগ ক্রিকেট লিগ আয়োজনে বিসিবি কাউন্সিলরের মতবিনিময়
সিলেটে প্রথম বিভাগ ক্রিকেট লিগ আয়োজনে বিসিবি কাউন্সিলরের মতবিনিময়
admin
প্রকাশিত November 2, 2025, 02:47 AM
সিলেটে প্রথম বিভাগ ক্রিকেট লিগ আয়োজনে বিসিবি কাউন্সিলরের মতবিনিময়
প্রেস বিজ্ঞপ্তি
সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ আয়োজনের প্রস্তুতি চলছে। এরই মধ্যে শুরু হয়েছে উইকেট প্রস্তুতের কাজ। শনিবার (১ নভেম্বর) ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সাবেক ক্রিকেটার সৈয়দ ফজলে এলাহী অভী উইকেটের কাজ পরিদর্শন করেছেন। তাৎক্ষণিক মতবিনিময় করেছেন কোচ, ক্রিকেটার ও সংগঠকদের সাথে।
জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, নভেম্বরের মধ্যেই উইকেটের কাজ শেষ করতে চান তারা। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়ানোর লক্ষ্য তাদের। সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও বিসিবির কাউন্সিলর সাবেক ক্রিকেট অভী শনিবার মাঠ পরিদর্শন করে সংশ্লিষ্টদের সাথে লিগ সুষ্টু ভাবে আয়োজনের জন্য তাৎক্ষণিক ভাবে মতবিনিময় করেন।
এত ক্রিকেটার্স এসোসিয়েশনের প্রতিনিধি, ক্লাব কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। লিগ আয়োজনে তারা নিজেদের মতামত প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট প্রথম বিভাগ লিগ কমিটির সম্পাদক কবির আহমদ, সদস্য ইভান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও ক্লাব কর্মকর্তা ফেরদৌস চৌধুরী রুহেল, প্রথম বিভাগ লিগ কমিটির সদস্য ইমরান আজাদ, এডহক কমিটির সদস্য ওয়াহেদ উমায়ের, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমদে সাদিকুর রহমান তাজিন, লিগ কমিটির সদস্য পিন্টু বৈদ্য, সদস্য নিজাম আলদীন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তুলি, সিলেট জেলা কোচ রানা মিয়া, সাবেক ক্রিকেটার ইমরান আলী এনাম, তানভীর আলম রনি প্রমুখ।