Today November 2, 2025, 02:23 AM

সুরমা নদীর তীরে আনন্দনিকেতনের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

admin
Published November 2, 2025, 02:23 AM
সুরমা নদীর তীরে আনন্দনিকেতনের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান



সুরমা নদীর তীরে আনন্দনিকেতনের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

 

ডেস্ক রিপোট

 

সিলেটের আনন্দনিকেতন স্কুলের ব্লেইজ হাউজের পক্ষ থেকে শনিবার বিকালে সুরমা নদীর তীরের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় সুরমা নদীর তীরে ক্বিন ব্রিজ সংক্রান্ত এলাকায় স্কুলের ২০ জন শিক্ষার্থী বিকাল ৪টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান চালায়।

শিক্ষার্থীরা সুরমা নদীর পাড় থেকে পলিথিন, প্লাস্টিক সহ প্রায় ১০ বস্তা বিভিন্ন অপচনশীল বর্জ্য সংগ্রহ করে।

ব্লেইজ হাউজের ক্যাপ্টেন অভিক সাহা বলেন, ” আমরা আনন্দনিকেতনের শিক্ষার্থীরা সবসময় পরিবেশ ও প্রতিবেশীর প্রতি সংবেদনশীল। ইতিপূর্বেও আমরা সুরমা নদী তীর পরিষ্কার করেছি। সিলেট নগরীর রিকাবিবাজার থেকে লন্ডনী রোড পর্যন্ত রাস্তায় সড়ক বিভাজকে আমরা দৃষ্টিনন্দন রাধাচূড়া গাছ রোপন করেছি। বিগত পাঁচ বছর ধরে আমরা সেই গাছগুলো রক্ষণাবেক্ষণও করে আসছি। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই আজকে আমরা সুরমা নদীর তীরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেট জেলার সাধারণ সম্পাদক কাসমির রেজা, স্থপতি রাজন দাস, আনন্দনিকেতন স্কুলের শিক্ষক এবং ব্লেইজ হাউজের কোঅর্ডিনেটর সুজয়া চক্রবর্তী।

কাসমির রেজা বলেন, ‘পরিবেশ সুরক্ষায় ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ। আজকের এই অভিযানে হয়তো খুব বেশি এলাকা পরিষ্কার করা যাবে না কিন্তু ছাত্র-ছাত্রীদের মনোজগতে একটি পরিবর্তন আসবে। তারা নিজেরা আরও বেশি পরিবেশ সচেতন হবে। আমি আশা করি আনন্দনিকেতনের পাশাপাশি অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও পরিচ্ছন্নতা অভিযান সহ বিভিন্ন পরিবেশ সচেতনতা মূলক কার্যক্রমে এগিয়ে আসবে।’